আমার আকাশ জুড়ে শুধুই তুমি
তুমি ছাড়া অন্য কিছু ভাবার সময় নেই আমার,তোমার আকাশ জুড়েও কি শুধুই আমি?
খুব জানতে ইচ্ছে করে।
তোমায় আমি এক বুক সমুদ্র নিয়ে ভালোবেসেছিলাম,
কিন্তু সমুদ্রের পানি তো লবণাক্ত, নোনতা,
তুমি হয়তো মিঠা পানির কাঙ্গাল
তাই মাঝে মধ্যে অনেক বিরক্ত হও।
আমি এখন শান্ত নদীর মত হতে চাই,
যেখানে থাকবে না সমুদ্রের প্রকট গর্জন
থাকবে না কোনো জোয়ার ভাটা।
কিন্তু কেন যেন খুব ভয় হয় আমার,
নদীতে বাঁধ দিলে তো নদী শুকিয়ে যায়,
তুমি কি চাও আমার ভালোবাসা কখোনো শুকিয়ে যাক?
আমি কিন্তু চাই না!
কাল বৈশাখী ঝড়ের আগমনের সময় তুমি এই পৃথিবীর বুকে এসেছ
আবার কাল বৈশাখী ঝড়ের মতো আমাকে ওলট পালট করে দিয়ে চলে যাবে নাতো?!
জানো,
যখন শিউলি তলায় শিশিরে ভেজা ঘাসের ওপর উত্তরীয়র মতো বিছিয়ে থাকে সাদা আর জাফরান রঙে মেশানো শেফালী
বিলে বিলে শাপলা শালুকের সমারোহ
তেমনই কোনো এক পরন্ত বিকেলে আমি এই ধরণীতে এসেছি।
তাই আমি স্নিগ্ধতার পূজারী,
আমি তোমার মাঝে কাশফুলের শুভ্রতাকে খুঁজে বেড়াই।
যখন বাঁশবনে ডাহুকেরা ডাকে, ডুবো জলে জড়িয়ে থাকে শালুক পাতা
তখন ঘোর লাগা চাঁদের আলোয় তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হয় আমার,
মেঘের ভাঁজে ভাঁজে যখন জ্যোৎস্নার আলো এসে উঁকি দেয়
তখন আমার মনে হয় সে তো এমনই কোমল ও স্নিগ্ধ!
(to be continued..)
No comments:
Post a Comment